বিপত্তারিণী পূজার নিয়ম - विपत्तारिणी की पूजा के नियम-How to perform Bipadtarini puja.
![]() |
Maa-Bipadtarini মা বিপত্তারিণী-मां विपत्तारिणी. |
.
মা বিপত্তারিণী
মা দুর্গারই অন্য এক রূপ মা বিপত্তারিণী/বিপদতারিনী। তিনিই মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী। তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন তিনিই দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বেরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কুমারী রূপধারিণী, কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী, নি মুণ্ডমালিনী চামুণ্ডা, তিনিই আবার তমোময়ী নিয়তি। তিনিই আবার ভগবান নারায়নের যোগমায়া। মার্কণ্ডেয় পুরাণ মতে তিনিই আবার আদ্য শক্তি মহামায়া। তিনিই কখনো বা চণ্ডিকা,কখনো বা অম্বিকা,কখনো বা বৈষ্ণবী,কখনো বা কৌষিকী, কখনো বা কাত্যায়নী নামে খ্যাতা।
মা দুর্গারই অন্য এক রূপ মা বিপত্তারিণী/বিপদতারিনী। তিনিই মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী। তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন তিনিই দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বেরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কুমারী রূপধারিণী, কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী, নি মুণ্ডমালিনী চামুণ্ডা, তিনিই আবার তমোময়ী নিয়তি। তিনিই আবার ভগবান নারায়নের যোগমায়া। মার্কণ্ডেয় পুরাণ মতে তিনিই আবার আদ্য শক্তি মহামায়া। তিনিই কখনো বা চণ্ডিকা,কখনো বা অম্বিকা,কখনো বা বৈষ্ণবী,কখনো বা কৌষিকী, কখনো বা কাত্যায়নী নামে খ্যাতা।
মা বিপদতারিনীর ব্রত ।
মার্কণ্ডেয় মুনি বলেছিলেন,মা বিপত্তারিণীর ব্রতের দ্বারা জীবনে সুখ, শান্তি, ধর্ম, ঐশ্বর্য সব কিছু বজায় থাকে । মা বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে রক্ষা করে জীবনে সুখ,শান্তি এবং সমৃদ্ধি দান করেন । দীর্ঘায়ু এবং বৈভবলাভ ও সর্ব বিপদ থেকে মুক্তি পেতে হলে বিপত্তারিণী ব্রত করা উচিত। বিপত্তারিণী ব্রত পালনে মনোবাঞ্ছা পূর্ণ হয়। যে নারী ভক্তিভরে এই ব্রত পালন করেন,মা বিপত্তারিণী তার সব বিপদ দূর করেন। সে নারীকে কখনও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না,তাকে বিরহ, যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা উদ্ধার করেন।
প্রতি বছরের আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনও শনিবার বা মঙ্গলবার (রথযাত্রার পরে ) এই ব্রত পালন করা হয়। এই ব্রত শুরু করলে তিন বছর, পাঁচ বছর, ন’বছর পালন করা উচিত। ব্রতের আগের দিন নিরামিষ আহার বা একবার হবিষ্যান্ন গ্রহণ করা উচিত। মা বিপত্তারিণীর পূজায়, পূজারি ব্রাহ্মণকে দিয়ে ঘট স্থাপন করে হলুদ সুতো দিয়ে দুর্বা-সহ ঘটের মুখে বাঁধতে হয়। তারপর স্বস্তিবাচন করে নামগোত্র ধরে সংকল্প সুক্ত উচ্চারণ করতে হয় । অঙ্গশুদ্ধি, করশুদ্ধি করে পূজা করতে হয় বিপত্তারিণী রূপী মা দুর্গার।
পূজার উপকরণ ;- একটি সশীষ ডাব, নৈবেদ্য, তেরো রকম ফুল, তেরোটি ফল, তেরো গাছি লাল কস্তাসুতো, তেরোটি দুর্বা, তেরোটি গোটা পান, তেরোটি সুপারি, তেরোটি পৈতা, তেরোটি লবঙ্গ, তেরোটি ছোট এলাচ, তেরোটি বড় এলাচ এবং পুজোর শেষে পুরোহিতকে যথাসাধ্য দান-ধ্যান ও দক্ষিণা দিতে হয় এবং পূজার শেষে মন দিয়ে মা বিপত্তারিণীর ব্রত কথা শুনতে হয় ।
দীর্ঘায়ু এবং বৈভবলাভ ও সর্ব বিপদ থেকে মুক্তি পেতে হলে বিপত্তারিণীর এই মন্ত্র উচ্চারণ করুন।
মা বিপত্তারিণীর মন্ত্র।
মা বিপত্তারিণীর মন্ত্র।
মাসি পূণ্যতমে বিপ্রমাধবে মাধবপ্রিয়ে।
ন বম্যাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে।।
সর্পঋক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে।
আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষুচ।।
নমঃ সর্ব মঙ্গল্যে শিবে সর্ব্বাথ্যসাধিকে
শরণ্যে ত্রম্বক্যে গৌরী নারায়ণী নমস্তুতে।।
ন বম্যাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে।।
সর্পঋক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে।
আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষুচ।।
নমঃ সর্ব মঙ্গল্যে শিবে সর্ব্বাথ্যসাধিকে
শরণ্যে ত্রম্বক্যে গৌরী নারায়ণী নমস্তুতে।।
মা বিপত্তারিণীর ধ্যান মন্ত্রঃ-
ওঁ কালাভ্রাভাং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলীবন্ধেন্দুরেখাম্।
শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীং ত্রিনেত্রাম্।।
সিংহাস্কন্ধাধিরুঢ়াং ত্রিভুবন মখিলং তেজসা পুরয়ন্তীম্ ।
ধ্যায়েদ্ দুর্গাং জয়াখ্যাং ত্রিদশপরিবৃতাং সেবিতাং সিদ্ধিকামৈঃ।।
মা বিপত্তারিণীর পুষ্পাঞ্জলি মন্ত্র :-
ওঁ দূর্গান শিবান শান্তিকরিং ব্রহ্মাণী ।
ব্রহ্মণ্যপ্রিয়াং সর্ব্বলোক:প্রনীতিঞ্চ প্রণামামী।।
সদাশিবান মঙ্গলাং শোভনঅং শুদ্ধআং ।
নিস্কলাং পরমাংকলাং বিশ্বেশ্বরিং।।
বিশ্বমাতাং চন্ডিকাং প্রনমাম্য হম ।
এস পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী ।
বিপত্তারিণী চন্ডিকায় নমঃ।।
*মা বিপত্তারিণীর পূজার শেষে পরিবার ও আত্মীয় সবাইয়ের হাতে মা বিপত্তারিণীর আশীর্বাদ যুক্ত তাগা (এক গুচ্ছ [১৩খি বা ১৩টি] পবিত্র লাল সুতো ও [১৩টি] দূর্বাঘাস) বাঁধা হয়। এই খানেই হয় মায়ের পূজার পরিসমাপ্তি। 🙏
मां विपत्तारिणी ।
मां विपत्तारिणी देवी की पूजा हर साल आषाढ़ (जून/जुलाई) के महीने में शुक्ल पक्ष के बीच तीसरी और नौवीं तिथी के बीच में किसी भी शनिवार या मंगलवार को (रथयात्रा के बाद)भारत के पूर्वी हिस्से में महिलाओं द्वारा मनाया जाता है। सभी परेशानियों पर काबू पाने और अपने परिवार की रक्षा के लिए, महिलाएं मां विपत्तारिणी देवी की पूजा करती हैं, क्योंकि विपत्तारिणी मां दुर्गा / शक्ति का एक और नाम है।
मां विपत्तारिणी देवी की पूजा के नियम।
मां विपत्तारिणी देवी की पूजा हर साल आषाढ़ (जून/जुलाई) के महीने में शुक्ल पक्ष के बीच तीसरी और नौवीं तिथी के बीच में किसी भी शनिवार या मंगलवार को (रथयात्रा के बाद)भारत के पूर्वी हिस्से में महिलाओं द्वारा मनाया जाता है। सभी परेशानियों पर काबू पाने और अपने परिवार की रक्षा के लिए, महिलाएं मां विपत्तारिणी देवी की पूजा करती हैं, क्योंकि विपत्तारिणी मां दुर्गा / शक्ति का एक और नाम है।
मां विपत्तारिणी देवी की पूजा के नियम।
इस अनुष्ठान/पूजा के दौरान मिठाई,तेरह प्रकार के फूल,तेरह प्रकार के फल,तेरह लालधागा,तेरह दुर्बा घास,तेरह पान पत्ते,तेरह लौंग,तेरह छोटी इलायची,तेरह बड़ी इलायची,तेरह जनेऊ मां विपत्तारिणी को अर्पण की जाती है और पूजा के अंत में,पुजारी को दान दिया जाता है। पूजा के अंत में मां विपत्तारिणी की कथा सुननी चाहिए ।
पूजा के दिन बहुसंख्यक महिलाओं द्वारा उपवास मनाया जाता है और कलाई पर लाल रंग की धागा(13) (टैगा) घास(13) के साथ सभी परिवार के सदस्यों के हाथों में बंधे होते हैं ताकि परिवार को अनजान घटनाओं से बचाया जा सके।
Bipadtarini Puja.
Bipadtarini is a famous festival in eastern India. It is popularly known as Bipattarini, also termed as Bipodtarini. Bipadtarini is a Hindu goddess, worshipped in West Bengal, Odisha, Jharkhand, and many other places of India, Bangladesh, and abroad. Bipadtarini is closely associated with goddess Sankat Harni and is considered as one of the 108 Avatars of the goddess Durga. Bidaptarini is prayed to for help in overcoming troubles. It is observed by women in the eastern part of India & Bangladesh in the month of Ashaad(June/July). Every year in the month of Ashad after Rath Yatra from Shukla Tritiya to Nabami Thithi, the vow is performed on any Saturday or Tuesday.
Markandeya Muni said that happiness, peace, religion, wealth, and everything in life are maintained by the patronage of Bipadtarini. The woman who performs this vow devotedly, Bipadtarini will overcome all troubles of her. She never had to suffer any problem. Bipadtarini will rescue her family from all the dangers. For overcoming all troubles and to protect their family, Women observe Bipadtarini.
How to perform Bipadtarini puja.
During this ritual/ worship various types of sweets,13 types of fruits,13 types of flowers,13 pans,13 cardamoms,13 red colour thread,13 Durba grass,13 betel nut,13 Yagnopavit (Sacred Thread) (paita),13 cloves are offered to Maa BipadtariniFasting is observed by the majority of women on the day of the puja and after puja (13nos) red colour thread ( taga) on the wrist with the grass(13nos) is tied in the hands of all family members to protect the family from untoward incidents.🙏হে মা আমাকে শুধু জ্ঞান দাও ভক্তি দাও আর শক্তি দাও🙏
During this ritual/ worship various types of sweets,13 types of fruits,13 types of flowers,13 pans,13 cardamoms,13 red colour thread,13 Durba grass,13 betel nut,13 Yagnopavit (Sacred Thread) (paita),13 cloves are offered to Maa BipadtariniFasting is observed by the majority of women on the day of the puja and after puja (13nos) red colour thread ( taga) on the wrist with the grass(13nos) is tied in the hands of all family members to protect the family from untoward incidents.🙏হে মা আমাকে শুধু জ্ঞান দাও ভক্তি দাও আর শক্তি দাও🙏
লেখক পরিচিতি:- প্রবীর মহান্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উৎকল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রবীরের বইগুলি Amazon.com. flipkart.com, abebooks.com এর মাধ্যমে বিক্রি হয়।গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে এখনো পর্যন্ত ১২লাখের বেশি লোক প্রবীরের লেখা আর্টিকেল গুলি পড়েছেন।
प्रबीर एक भारतीय लेखक हैं। उनका जन्म भारतीय राज्य पश्चिम बंगाल में एक उत्कल ब्राह्मण परिवार में हुआ था। उनकी किताबें Amazon.com,flipkart.com और abebooks.com के जरिए बेची जाती हैं।12 लाख से अधिक लोगों ने उनकी किताबें और लेख पढ़े हैं।