বিপত্তারিণী পূজার নিয়ম - विपत्तारिणी की पूजा के नियम-How to perform Bipadtarini puja.
![]() |
| Maa-Bipadtarini মা বিপত্তারিণী-मां विपत्तारिणी. |
জগজ্জননি মহাশক্তে যোগমায়ে সনাতনি।
সর্বাধারে স্বরূপিণি নারায়ণী নমোऽস্তু তে॥
ত্বমেব জগন্মাতা — অনন্তশক্তিস্বামিনী।
ত্বমেব আদিমাতা — প্রকৃতিঃ সর্বহিতপ্রদায়িনী॥
ত্বমেব মায়া — জগত্স্থিতি-বিস্তার-কারিণী।
ভক্তানাং বিপত্তারিণী চ সর্বদুঃখহারিণী॥
ॐ হ্রীং ক্লীং নারায়ণায়ৈ নমঃ
ॐ হ্রীং ক্লীং বৈষ্ণব্যৈ নমঃ
ॐ হ্রীং ক্লীং প্রকৃত্যৈ নমঃ
ॐ হ্রীং ক্লীং আদিশক্ত্যৈ নমঃ
মা বিপত্তারিণী
মা যোগমায়ারই অন্য এক রূপ মা বিপত্তারিণী/বিপদতারিনী। তিনিই মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী। তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন তিনিই দেবী নারায়ণী, তিনিই কখনো বা চণ্ডিকা,কখনো বা অম্বিকা,কখনো বা বৈষ্ণবী,কখনো বা কৌষিকী, কখনো বা কাত্যায়নী নামে খ্যাতা। তিনিই আবার তমোময়ী নিয়তি। তিনিই আবার ভগবান নারায়নের যোগমায়া। মার্কণ্ডেয় পুরাণ মতে তিনিই আবার আদ্য শক্তি মহামায়া।
মা যোগমায়ারই অন্য এক রূপ মা বিপত্তারিণী/বিপদতারিনী। তিনিই মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী। তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন তিনিই দেবী নারায়ণী, তিনিই কখনো বা চণ্ডিকা,কখনো বা অম্বিকা,কখনো বা বৈষ্ণবী,কখনো বা কৌষিকী, কখনো বা কাত্যায়নী নামে খ্যাতা। তিনিই আবার তমোময়ী নিয়তি। তিনিই আবার ভগবান নারায়নের যোগমায়া। মার্কণ্ডেয় পুরাণ মতে তিনিই আবার আদ্য শক্তি মহামায়া।
মা বিপদতারিনীর ব্রত ।
মার্কণ্ডেয় মুনি বলেছিলেন,মা বিপত্তারিণীর ব্রতের দ্বারা জীবনে সুখ, শান্তি, ধর্ম, ঐশ্বর্য সব কিছু বজায় থাকে । মা বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে রক্ষা করে জীবনে সুখ,শান্তি এবং সমৃদ্ধি দান করেন । দীর্ঘায়ু এবং বৈভবলাভ ও সর্ব বিপদ থেকে মুক্তি পেতে হলে বিপত্তারিণী ব্রত করা উচিত। বিপত্তারিণী ব্রত পালনে মনোবাঞ্ছা পূর্ণ হয়। যে নারী ভক্তিভরে এই ব্রত পালন করেন,মা বিপত্তারিণী তার সব বিপদ দূর করেন। সে নারীকে কখনও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না,তাকে বিরহ, যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা উদ্ধার করেন।
প্রতি বছরের আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনও শনিবার বা মঙ্গলবার (রথযাত্রার পরে ) এই ব্রত পালন করা হয়। এই ব্রত শুরু করলে তিন বছর, পাঁচ বছর, ন’বছর পালন করা উচিত। ব্রতের আগের দিন নিরামিষ আহার বা একবার হবিষ্যান্ন গ্রহণ করা উচিত। মা বিপত্তারিণীর পূজায়, পূজারি ব্রাহ্মণকে দিয়ে ঘট স্থাপন করে হলুদ সুতো দিয়ে দুর্বা-সহ ঘটের মুখে বাঁধতে হয়। তারপর স্বস্তিবাচন করে নামগোত্র ধরে সংকল্প সুক্ত উচ্চারণ করতে হয় । অঙ্গশুদ্ধি, করশুদ্ধি করে পূজা করতে হয় বিপত্তারিণী রূপী মা দুর্গার।
পূজার উপকরণ ;- একটি সশীষ ডাব, নৈবেদ্য, তেরো রকম ফুল, তেরোটি ফল, তেরো গাছি লাল কস্তাসুতো, তেরোটি দুর্বা, তেরোটি গোটা পান, তেরোটি সুপারি, তেরোটি পৈতা, তেরোটি লবঙ্গ, তেরোটি ছোট এলাচ, তেরোটি বড় এলাচ এবং পুজোর শেষে পুরোহিতকে যথাসাধ্য দান-ধ্যান ও দক্ষিণা দিতে হয় এবং পূজার শেষে মন দিয়ে মা বিপত্তারিণীর ব্রত কথা শুনতে হয় ।
*মা বিপত্তারিণীর পূজার শেষে পরিবার ও আত্মীয় সবাইয়ের হাতে মা বিপত্তারিণীর আশীর্বাদ যুক্ত তাগা (এক গুচ্ছ [১৩খি বা ১৩টি] পবিত্র লাল সুতো ও [১৩টি] দূর্বাঘাস) বাঁধা হয়। এই খানেই হয় মায়ের পূজার পরিসমাপ্তি। 🙏
मां विपत्तारिणी ।
मां विपत्तारिणी देवी की पूजा हर साल आषाढ़ (जून/जुलाई) के महीने में शुक्ल पक्ष के बीच तीसरी और नौवीं तिथी के बीच में किसी भी शनिवार या मंगलवार को (रथयात्रा के बाद)भारत के पूर्वी हिस्से में महिलाओं द्वारा मनाया जाता है। सभी परेशानियों पर विजय पाने और अपने परिवार की रक्षा के लिए महिलाएँ मां विपत्तारिणी देवी की पूजा करती हैं, क्योंकि मां विपत्तारिणी देवी जोगमाया (शक्ति) का ही एक रूप हैं।
मां विपत्तारिणी देवी की पूजा के नियम।
मां विपत्तारिणी देवी की पूजा हर साल आषाढ़ (जून/जुलाई) के महीने में शुक्ल पक्ष के बीच तीसरी और नौवीं तिथी के बीच में किसी भी शनिवार या मंगलवार को (रथयात्रा के बाद)भारत के पूर्वी हिस्से में महिलाओं द्वारा मनाया जाता है। सभी परेशानियों पर विजय पाने और अपने परिवार की रक्षा के लिए महिलाएँ मां विपत्तारिणी देवी की पूजा करती हैं, क्योंकि मां विपत्तारिणी देवी जोगमाया (शक्ति) का ही एक रूप हैं।
मां विपत्तारिणी देवी की पूजा के नियम।
इस अनुष्ठान/पूजा के दौरान मिठाई,तेरह प्रकार के फूल,तेरह प्रकार के फल,तेरह लालधागा,तेरह दुर्बा घास,तेरह पान पत्ते,तेरह लौंग,तेरह छोटी इलायची,तेरह बड़ी इलायची,तेरह जनेऊ मां विपत्तारिणी को अर्पण की जाती है और पूजा के अंत में,पुजारी को दान दिया जाता है। पूजा के अंत में मां विपत्तारिणी की कथा सुननी चाहिए ।
पूजा के दिन बहुसंख्यक महिलाओं द्वारा उपवास मनाया जाता है और कलाई पर लाल रंग की धागा(13) (टैगा) घास(13) के साथ सभी परिवार के सदस्यों के हाथों में बंधे होते हैं ताकि परिवार को अनजान घटनाओं से बचाया जा सके।
Bipadtarini Puja.
Bipadtarini Puja is a famous festival celebrated in eastern India. The goddess is also popularly known as Bipattarini or Bipodtarini. Goddess Bipadtarini is worshipped in West Bengal, Odisha, Jharkhand, and several other parts of India, Bangladesh, and abroad. She is regarded as a manifestation of Goddess Yoga maya. Bipadtarini is revered as the remover of troubles and protector from misfortunes.
The festival is mainly observed by women in the month of Ashaad (June–July). Every year, after the Rath Yatra, this vow ( vrata ) is performed between Shukla Tritiya and Nabami Tithi, preferably on a Tuesday or Saturday.
According to the legend narrated by Sage Markandeya, happiness, peace, prosperity, and dharma in life are sustained by the grace of Goddess Bipadtarini. A woman who performs this vow with devotion is relieved of all sufferings, and the goddess protects her and her family from every danger.
Ritual Procedure
During the puja, various offerings are made to the goddess, such as:
13 types of sweets
13 kinds of fruits
13 types of flowers
13 betel leaves (pan)
13 cardamoms
13 red threads
13 blades of sacred grass (durba)
13 betel nuts
13 sacred threads (yajnopavit/paita)
13 cloves
Fasting is observed by most women on the day of the worship. After the puja, a red thread (taga) along with 13 blades of durba grass is tied to the wrists of all family members as a symbol of divine protection from misfortune.
রচনাকারস্য জ্ঞানোদয়ঃ
রচনাকারস্ব প্রথমারচনে প্রাদুর্ভবতি তস্য প্রারম্ভিকং জ্ঞানম্।
রচনাকারস্য প্রত্যেকরচনে বর্ধতে তস্য শুদ্ধং জ্ঞানম্।
এবঁ শনৈঃ শনৈর্ রচনাকারস্য জ্ঞানং ভবতি সুদর্শনম্।
রচনাকারস্য অন্তিমরচনে প্রকটতে তস্য শ্রেষ্ঠং জ্ঞানম্।
লেখক পরিচিতি:- প্রবীর মহান্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উৎকল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রবীরের বইগুলি Amazon.com. flipkart.com, abebooks.com এর মাধ্যমে বিক্রি হয়।গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে এখনো পর্যন্ত ১২লাখের বেশি লোক প্রবীরের লেখা আর্টিকেল গুলি পড়েছেন।
प्रबीर एक भारतीय लेखक हैं। उनका जन्म भारतीय राज्य पश्चिम बंगाल में एक उत्कल ब्राह्मण परिवार में हुआ था। उनकी किताबें Amazon.com,flipkart.com और abebooks.com के जरिए बेची जाती हैं।12 लाख से अधिक लोगों ने उनकी किताबें और लेख पढ़े हैं।





